একদিকে যেমন তৃণমূলের বড় বড় নেতা-নেত্রীরা দলবদল করে বিজেপিতে নাম লেখাচ্ছেন, অপরদিকে তখন তৃণমূলে যোগদান প্রক্রিয়া জারি রেখেছে।সেই প্রেক্ষাপটেই শুক্রবার রাজ্যের শাসক দলে নাম লেখালেন টলিউডের অভিনেতা মন্টু পাইলটের সৌরভ দাস। এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান সৌরভ। ঘাসফুল শিবিরে নাম লিখিয়ে সৌরভ বলেন, 'আমার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের হাত আছে। এতদিন মূল রতে রাজনীতি করিনি। এবার করব।'এর পরেই 'জয় বাংলা' স্লোগান দেন তিনি।
বৃহস্পতিবার ছিল সৌরভ দাস এর জন্মদিনগতকাল সকালেই অনুরাগীদের সঙ্গে সময় কাটান তিনি। এরপর বিকেলে নিজের নতুন ছবি 'বার্নিং বাটারফ্লাই'এর প্রচার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা ছড়িয়ে দেন সৌরভ। সেই জল্পনা ২৪ ঘণ্টাও স্থায়ী হলো না। তার মধ্যেই তৃণমূলে যোগ দিলেন তিনি।
আরও পডুন:BSF সীমান্তবর্তী গ্রামে ঢুকে ভয় দেখাচ্ছে! কমিশনে অভিযোগ পার্থর
অপরদিকে রাজ্য বিজেপি কে কিছুটা চাপে ফেলে গত বিধানসভা নির্বাচনে কালনার বিজেপি প্রার্থী নিউটন মজুমদার আগেই জানিয়েছিলেন দল ছাড়ছেন তিনি। বলেন,'গত বিধানসভা নির্বাচনে আমি প্রার্থী, অথচ এই 5 বছরে আমাকে কোন পদ দেওয়া হয়নি। কোন মিটিং মিছিলে আমাকে ডাকা হতো না। টাকার বিনিময় অযোগ্য ব্যক্তিদের দলের পদ দেওয়া হয়েছে।'
গত বিধানসভা নির্বাচনে কালনা বিধানসভা কেন্দ্রে তৃতীয় স্থান পান নিউটন। তবে নজরকাড়া ভোট পেয়েছিলেন তিনি।ভদ্র স্বচ্ছ ভাবমূর্তির নেতা বলে পরিচয় কালনা তেই বিজেপি নেতা নিজের ক্ষোভের কথা দলকেও জানিয়েছিলেন।দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে নিউটনের প্রতিদ্বন্দ্বি কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। বিজেপিতে যোগ দিয়েছেন আরেক তৃণমূল নেতা শংকর হালদার ও। এরপরে নিউটন দলবদলে সিদ্ধান্ত নেন বলে মনে করেছে তার ঘনিষ্ঠ মহল।
আরও পডুন:পুনের সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন! কি অবস্থা ভ্যাকসিনের জানুন?
একটি মন্তব্য পোস্ট করুন